সিডনিতে ঘুড়ি উৎসব

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে হয়ে গেল ঘুড়ি উৎসব। গত ২৬ ডিসেম্বর বুধবার মারেলিয়া পার্কে স্থানীয় সময় বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে এই ঘুড়ি ওড়ানোর আয়োজন।
উৎসবে সিডনিতে বসবাসরত নানান বয়সী বাংলাদেশিদের সমাগম ঘটে। সবার জন্য উন্মুক্ত এই উৎসবে অনেকেই সঙ্গে করে ঘুড়ি নিয়ে আসেন। আবার কেউ কেউ শুভ্র আকাশে রঙিন ঘুড়ির খেলা দেখতেও আসেন। ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে নিজেদের শৈশবের স্মৃতি মনে পড়ে যাওয়ার কথা জানান অংশগ্রহণকারীদের অনেকেই।
সিডনিতে তৃতীয়বারের মতো এই ঘুড়ি উৎসবের আয়োজন করে বাংলাদেশি কয়েকটি সংগঠন।