ফরিদপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চাচার নাম ইউসুফ শেখ (৪৯)। তিনি কৃষক ছিলেন। তিনি ওই গ্রামের মৃত রিয়াজউদ্দিন শেখের ছেলে। ইউসুফ শেখের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঘটনার পর ভাতিজা জয়নাল শেখ (২৭) পলাতক।
ঘটনার বর্ণনা দিয়ে জান্দী গ্রামের গ্রাম পুলিশ ইয়াদ আলী বলেন, আজ সকালে পারিবারিক বিরোধ নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা একটি লাঠি দিয়ে চাচাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। লাঠির একটি আঘাত চাচার মাথায় লাগলে চাচা মাটিয়ে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি হালদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।