সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছি না: তাবিথ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘সকাল থেকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘সকাল থেকেই বিএনপির প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি এজেন্টদের। সরকারি দল সকাল থেকেই ভয়ভীতি হামলা শুরু করে দিয়েছে।’
তাবিথ বলেছেন, ‘সরকারি মহলের উদ্দেশ্য আগে থেকেই জানতাম। নির্বাচন কমিশনকে (ইসি) অভিযোগ জানাচ্ছি। আশা করছি ইসি দায়িত্বশীল পদক্ষেপ নেবে। আমরা হাল ছাড়ছি না। মনোবল ভাঙছি না।’
উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল আজ সকাল আটটায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তাঁর সঙ্গে পরিবারের সদস্যেরা ছিলেন। এ ছাড়া ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফারুক হোসাইন ভূঁইয়া তাবিথের সঙ্গে ছিলেন। ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তাবিথ চলে যান কালা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে সকাল থেকেই বিএনপির এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ ছিল। কেন্দ্রের বাইরে ও ভেতরে পাহারায় ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বাবুল ও তার লোকজন। তাবিথ আউয়াল পুরো কেন্দ্র ঘুরে দেখেন ধানের শীষের কোনো এজেন্ট নেই এবং ভোটার উপস্থিতিও ছিল না। টেলিভিশন মিডিয়ার ক্যামেরা দেখে নৌকার ব্যাচধারীরা একটি ভুয়া ভোটার লাইন তৈরি করে।
এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘কিছু কিছু ভোটার আসছেন। তবে ইভিএম নতুন বিষয় তাই ভোট দিতে একটু দেরি হচ্ছে। যে আসবে সেই ভোট দেবে, ভোটার লাইনের বিষয়ে কিছু বলার নেই।’