রাজশাহীতে খামারিকে খুন করে গরু-ছাগল লুট
রাজশাহী নগরের দাশপুকুর এলাকায় এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে খামারের গরু ও ছাগল লুটে নিয়েছেন দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। নিহত ওই খামারির নাম আবদুল মজিদ (৮০)।
খামারির স্ত্রী ঝরনা বেগম বলেন, সাধারণত তিনি ও তাঁর স্বামী রাতে খামারেই ঘুমান। গত রাতে তিনি বাড়িতে ছিলেন। আর তাঁর স্বামী ছিলেন খামারে। আজ সকালে এসে দেখেন, তাঁর স্বামীর লাশ পড়ে আছে। খামারে চারটি গরুর একটিও নেই, দুটি ছাগল নেই।
নগরের রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবদুল মজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর গলার চারপাশে আঙুলের ছাপ আছে। তারপরও লাশের ময়নাতদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে। বেলা ১১টা পর্যন্ত কোনো গরু-ছাগল উদ্ধার করা যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।