ক্লাস না করে আড্ডা দেওয়ায় ১৯ তরুণ আটক
চট্টগ্রামের হাটহাজারীতে বখাটে সন্দেহে ১৯ তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১০টার সময় হাটহাজারী সরকারি কলেজের পেছনের সড়ক থেকে হাটহাজারী থানা-পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ১৯ তরুণ ক্লাস ফাঁকি দিয়ে কলেজের পেছনের সড়কে আড্ডা দিচ্ছিলেন। তাঁরা হাটহাজারী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। আটক শিক্ষার্থীরা ক্লাস না করার জন্য ভুল স্বীকার করেন। পরে অভিভাবকদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাংগীর গতকাল প্রথম আলোকে বলেন, বখাটে সন্দেহে আটক ১৯ তরুণ হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী। তাঁদের সতর্ক করে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।