র্যাবের সঙ্গে পৃথক 'গুলিবিনিময়ে' ব্যাঙ্গা বাবু ও মহারাজ নিহত
রাজধানীতে র্যাবের সঙ্গে পৃথক ‘গুলিবিনিময়ের’ ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় ও বাড্ডার থানাধীন পাঁচখোলা এলাকায় এ দুটি ‘গুলিবিনিময়ের’ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ব্যাঙ্গা বাবু (৩৮) ও মহারাজ (৪০)। র্যাবের দাবি, ব্যাঙ্গা বাবু একটি সন্ত্রাসী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। অন্যদিকে, মহারাজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক–সংশ্লিষ্ট ২৯টি মামলা রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, শাহাদাৎ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন ব্যাঙ্গা বাবু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় জানানো হয়, মাদকসংক্রান্ত ২৯টি মামলার আসামি মহারাজ। ‘গুলিবিনিময়ের’ সময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও শটগান উদ্ধার করা হয়েছে।