রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ যুবক নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত নাবিল পরিবহনের গাড়িটি আটক করা হলেও চালক ও সহযোগী পলাতক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী নাবিল পরিবহন অপর একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেলের ওপর বসে থাকা দুই আরোহীকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মুরাদ হোসেন (৩৪) ও মধু মিয়া (৩৬) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তাঁদের বাড়ি মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায়।
পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটির চাকার সঙ্গে বাসটি আটকে যায়। পরে গাড়ি রেখে চালক ও সহযোগী পালিয়ে যান। তাঁদের আটক করা সম্ভব হয়নি।
নাবিল পরিবহনের গাড়িটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। নিহত দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।