চট্টগ্রামে চলছে ঈদ উদ্যাপন
বিপুল উৎসাহ–উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে চট্টগ্রামে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বুধবার সকাল আটটায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এতে শরিক হয়েছিলেন সর্বস্তরের মানুষ।
নামাজে ইমামতি করেন ষোলোশহর জামেয়া আহমদিয়া ছুন্নীয়া আলেয়া মাদ্রাসা চট্টগ্রামের মুহাদ্দিছ আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। একই স্থানে সকাল নয়টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নামাজ আদায় করেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাসির উদ্দিন, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ প্রথম জামাতে নামাজে অংশ নেন।
নামাজ শেষে তাঁরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবার ১৬৪টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে নগরের ৯৪টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানসহ ৩৪টি বড় ঈদ জামাতকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।