বিএনপির রুমিন বেসরকারিভাবে নির্বাচিত
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম প্রথম আলোকে বলেন, ‘আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। যেহেতু তিনি প্রত্যাহার করেননি। তাই তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’
একাদশ সংসদে বিএনপির পাঁচজন সাংসদ রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত আসনের একটিই পাবে বিএনপি। আর রুমিন ফারহানা হতে যাচ্ছেন তাঁদের নারী সাংসদ।
পেশায় আইনজীবী ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে একাদশ সংসদ নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু ওই আসনে উকিল আবদুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দেয়। তিনি ভোটে বিজয়ী হন।