ঐতিহ্যের ইফতার

>

পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটে হজরত শাহজালাল (র.) দরগাহ শরিফে দেশের অনেক এলাকা থেকে ভক্তরা মাজার জিয়ার করতে আসেন। দিন শেষে অনেকে এখানেই সেরে নেন ইফতার। রমজান মাসে প্রতিদিনই এখানে ইফতারের জন্য সারিবদ্ধভাবে বসে অপেক্ষা করেন রোজাদারেরা। ইফতারে থাকে ভুনা বা পাতলা খিচুড়ি আর আখনি। ইফতারে এ দুটি পদই সিলেটিদের সবচেয়ে প্রিয়। খেজুর, শরবত, ছোলা, পেঁয়াজিসহ নানা পদের ইফতারি থাকলেও আখনি-খিচুড়ি থাকবেই। প্রায় ৭০০ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় মুসাফিরদের জন্য এমন আয়োজন চলছে।

ইফতারি প্রস্তুত করা হচ্ছে
ইফতারি প্রস্তুত করা হচ্ছে
সবার সহযোগিতায় এই ইফতারের আয়োজন করা হয়
সবার সহযোগিতায় এই ইফতারের আয়োজন করা হয়
স্বেচ্ছাসেবীর ভূমিকায় অনেকেই এগিয়ে আসেন
স্বেচ্ছাসেবীর ভূমিকায় অনেকেই এগিয়ে আসেন
ইফতারে নারী-পুরুষ সবাই অংশ নেন। তাঁদের বসার ব্যবস্থা করা হয়
ইফতারে নারী-পুরুষ সবাই অংশ নেন। তাঁদের বসার ব্যবস্থা করা হয়
সুশৃঙ্খলভাবে সবাই ইফতারে অংশ নেন
সুশৃঙ্খলভাবে সবাই ইফতারে অংশ নেন
সবার জন্য পর্যাপ্ত ইফতারের আয়োজন করা হয়
সবার জন্য পর্যাপ্ত ইফতারের আয়োজন করা হয়
ধনী-গরিব সবাই একসঙ্গে ইফতারিতে অংশ নেন
ধনী-গরিব সবাই একসঙ্গে ইফতারিতে অংশ নেন
ঐতিহ্যেবাহী ইফতারিতে অনেকেই অংশ নিতে আসেন
ঐতিহ্যেবাহী ইফতারিতে অনেকেই অংশ নিতে আসেন