৩ হাজার ১৮৪টি পরিবার পেল বিদ্যুৎ সুবিধা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২৮টি গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে সুইচ টিপে ওই বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সাংসদ ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ওরফে রুহুল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নুরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, সরকার মো. আলাউদ্দিন প্রমুখ।
নুরুল আলম ভূঁইয়া বলেন, উপজেলার পশ্চিম ফতেপুর, ফরাজীকান্দি, জহিরাবাদ, এখলাশপুর, দূর্গাপুর, সুলতানাবাদসহ আরও কয়েকটি ইউনিয়নের ২৮টি গ্রামে প্রায় ৭১ কিলোমিটার দীর্ঘ এ বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এতে এসব গ্রামের ৩ হাজার ১৮৪টি পরিবার বিদ্যুতের সুবিধা পাবে।