সিরাজগঞ্জে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলা হচ্ছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ঝাঐল এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল হালিম সরকার (৫৫)। তাঁর বাড়ি কামারখন্দ উপজেলার সাতবাড়িয়া গ্রামে।
র্যাবের ভাষ্য, বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর সাফায়েত আহমেদের ভাষ্য, ঝাঐল ওভারব্রিজ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গেলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। পরে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থলে হালিমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র্যাব। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
র্যাব বলছে, বন্দুকযুদ্ধের এই ঘটনায় তাদের সদস্য সিপাহি আনোয়ার ও এল এস শাহ আলম আহত হয়েছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বলেন, নিহত হালিমের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে র্যাব। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
ওসি বাসুদেব সিনহা বলেন, হালিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।