সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে বাড়ি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিবুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের নদীরপাড় খড়খড়িয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আলতাফ হোসেন বাড়ি মেরামতের কাজ করছিলেন। এ সময় তাঁর ছেলে নবম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম বাবার কাজে সহযোগিতা করতে যায়। বাড়ির ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়।
বাঙালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণোবেশ বাগচী বিষয়টি নিশ্চিত করেছেন।