খেলনার গ্রাম খোলাস। গ্রামটিতে শতাধিক পরিবার খেলনা তৈরির কাজের সঙ্গে যুক্ত। বৈশাখী মেলায় এসব খেলনা বিক্রি হয়। গ্রামটি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অবস্থিত।
১ / ৫
বৈশাখী মেলার জন্য টরটরি খেলনা তৈরি করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানের বৈশাখী মেলায় এসব খেলনা বিক্রি করা হবে।
২ / ৫
বাড়ির উঠানে টরটরি গাড়ি তৈরির খুলি (মাটির তৈরি ঢাকনা)গামলায় তুলছেন এক কিশোরী।
৩ / ৫
বাড়ির উঠানে টরটরি গাড়ি তৈরি করছেন এক বৃদ্ধা। দেশের বিভিন্ন স্থানের বৈশাখী মেলায় এসব খেলনা বিক্রি করা হবে।
৪ / ৫
বাড়ির উঠানে টরটরি খেলনা তৈরি করছেন আফজাল হোসেন দম্পতি।
৫ / ৫
৭০ বছর বয়সী আফজাল হোসেন ফকির খেলনা তৈরি করে জীবিকা নির্বাহ করেন।