ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী ও আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় জাবেদ হোসেন (১৯) নামে আরও একজন আসামীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইন এ রিমান্ড আদেশ মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম জানান, নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামী জাবেদ হোসেনকে আদালতে পাঠিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলার ও মামলার ৪ নং আসামী মাকসুদ আলমের রিমান্ডের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।
তদন্ত কর্মকর্তা বলেন, সোনাগাজীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এজাহারভুক্ত ৬ জন আসামী এবং এজাহার বহির্ভূত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা ছাড়া ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১০ জন আসামির রিমান্ডে আছেন। পর্যায়ক্রমে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।