জি এম কাদেরকে তাঁর পদে পুনর্বহালের দাবি
লালমনিরহাট–৩ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহালের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার রংপুর নগরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির রংপুর বিভাগের আট জেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলে থেকে জি এম কাদেরকে অব্যাহতি দেওয়ার আদেশ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
গতকাল দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান।
লিখিত বক্তব্যে জাপার নেতারা বলেন, দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদকে দলের একটি কুচক্রী মহল জি এম কাদের সম্পর্কে ভুল বুঝিয়েছে। তাদের ভুল ব্যাখ্যা শুনে কোনো যাচাই-বাছাই ছাড়াই ২২ মার্চ এইচ এম এরশাদ সাংসদ জি এম কাদেরকে জাতীয় পর্টির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জি এম কাদের দলকে যখন সুসংগঠিত করার চেষ্টা করছেন, ঠিক তখন কুচক্রী মহল এই ঘৃণ্য কাজটি করেছে। এতে দলের স্বাভাবিক কার্যক্রমে ভাটা পড়েছে। জাতীয় পার্টির ধ্বংসের চক্রান্তকারীদের প্রতিহত করতে হবে। সেই সঙ্গে জি এম কাদেরকে স্বপদে বহাল করতে হবে।
সংবাদ সম্মেলনের পর রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর প্রথম আলোকে বলেন, ‘রংপুর হলো জাতীয় পার্টির দুর্গ। এখান থেকে জাতীয় পার্টি জেগে উঠেছে। জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ায় রংপুরে দলের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। অবিলম্বে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।’