নলকূপের পাইপে বেরোচ্ছে গ্যাস!
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামে নলকূপের পাইপ দিয়ে গ্যাস বেরোনোর খবর পাওয়া গেছে। এলাকাবাসীর ধারণা, সেখানে গ্যাস থাকায় পাইপের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমিয়েছে।
গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
সাতলা গ্রামের মো. সিরাজ হাওলাদার জানান, গত বুধবার তাঁর বাড়িতে একটি গভীর নলকূপ বসানোর জন্য মিস্ত্রি কাজ শুরু করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৪০ ফুট গভীরে পাইপ ঢোকানো হয়। এ সময় পাইপের মুখ দিয়ে বাতাসের বুদ্বুদ বের হয় এবং একপর্যায়ে পাইপ ওপরে উঠে আসে। বিষয়টি নিয়ে মিস্ত্রিদের সন্দেহ হলে তাঁরা পাইপের মুখে ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালান। তখন আগুন জ্বলতে থাকে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে পাইপের মুখের আগুন দেখতে এলাকার মানুষজন ভিড় জমাতে থাকেন। পরে মিস্ত্রিরা কাজ বন্ধ করে দেন।
স্থানীয় লোকজন বিষয়টি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তারকে অবহিত করেন।