'শেখ হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেই'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, শেখ হাসিনার নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণার সময় ইসি সচিব এ কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ জানান,  গোপালগঞ্জ–৩ আসন থেকে তিনি ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন শেখ হাসিনা। তাঁর নিকটতম কোন প্রতিদ্বন্দ্বী নেই। তিনি ১০৮টি কেন্দ্রের মধ্যে সব কটিতে জয়লাভ করেছেন।

ইসি সচিব বলেছেন, ‘আজ সবচেয়ে বড় উৎসব হয়ে গেল। সেটি হলো ভোট উৎসব।’  তিনি বলেন, ২৯৯টি সংসদীয় আসনের প্রায় ৪০ হাজার কেন্দ্রের মধ্যে গোলযোগ ও সহিংসতার কারণে ২২টি ভোটকেন্দ্র স্থগিত রাখা হয়। এ ছাড়া ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোট হয়েছে। যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি।