উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন: সিইসি
সারা দেশে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে সারা দেশে সরকারি কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন; রাজনীতিবিদরা প্রস্তুতি নিয়েছেন; ভোটাররাও তাঁদের প্রস্তুতি নিয়েছেন।’
শনিবার দুপুরে ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কে এম নুরুল হুদা এসব কথা বলেন।
নুরুল হুদা বলেন, ‘ঢাকা থেকে ময়মনসিংহ আসার পথে রাস্তার দুই পাশে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখেছি। এতেই বোঝা যায়, মানুষ ভোট দিতে প্রস্তুত। সারা দেশে নির্বাচন গ্রহণের প্রস্তুতি সন্তোষজনক।’ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যাঁর যাঁর দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
সিইসি আরও বলেন, নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনের নিরাপত্তায় মাঠে নামবেন। তাঁরা ১৫ ডিসেম্বর থেকে বিভিন্ন এলাকায় রেকি করে সে প্রস্তুতিও নিয়ে রেখেছেন। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদসহ ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।