প্রথম দিনে ইসিতে ৮২ আপিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ প্রথম দিনে ৮২ জন আপিল করেছেন।
গতকাল রোববার মনোনয়নপত্র বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ২ হাজার ২৭৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ এই ৮২ জন নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিলকারীদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী মীর নাছির, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক সাংসদ গোলাম মওলা রনি।
অন্য আপিলকারীদের মধ্যে রয়েছেন : ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবাব মোহাম্মদ শামছুল হুদা, বগুড়া-৭ আসনের খোরশেদ মিলটন, খাগড়াছড়ির আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদহ-১ আসনের আবদুল ওয়াহাব, ঢাকা-২০ আসনের তমিজউদ্দিন, সাতক্ষীরা-২ আসনের মোহাম্মদ আফসার আলী, কিশোরগঞ্জ-২ আসনের মো. আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. তৈয়ব আলী, মাদারীপুর-৩ আসনের মো. আবদুল খালেক, দিনাজপুর-২ আসনের মোকারম হোসেন, ঝিনাইদাহ-২ আসনের লেফটেন্যান্ট (অব.) আব্দুল মজিদ, দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম, জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, পটুয়াখালী-৩ আসনের মো. শাহাজাহান, পটুয়াখালী-১ আসনের মো. সুমন, দিনাজপুর-১ আসনের পারভেজ হোসেন, মাদারীপুর-১ আসনের জহিরুল ইসলাম, সিলেট-৩ আসনের কাইয়ুম চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের এস এম খলিলুর রহমান ও জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান ও বগুড়া-৪ আসনের হিরো আলম।
৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেওয়া যাবে। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।