ট্রেনের নিচে গেল দুজনের প্রাণ
রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে ইসহাক (২৫) ও আতিক হোসেন (৪০) নামের দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক। দুই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। সেখান থেকে স্বজনেরা গতকাল তাঁদের লাশ নিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইসহাক ও আতিক গতকাল বেলা আড়াইটার দিকে হেঁটে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে নেত্রকোনার মোহনগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়। তাঁরা দুজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন বিভাগে চাকরি করতেন।
ওসি ইয়াসিন ফারুক বলেন, নিহত ইসহাকের বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকায়। তাঁর বাবা আমির উদ্দিন। আতিকের বাড়ি রাজধানীর যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায়। তাঁর বাবার নাম আবদুর রব। নিহত দুই ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।