জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এর আগে দুই সহোদর করিম উদ্দিন ভরসা ও রহিম উদ্দিন ভরসার লড়াই দেখেছেন স্থানীয় ভোটাররা। এবার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এই দুই ভাইয়ের দুই ছেলে। একজন এমদাদুল হক ভরসা, আরেকজন সিরাজুল ইসলাম ভরসা। এমদাদুল জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি বিএনপির একক মনোনয়নপ্রত্যাশী। সিরাজুল জাতীয় পার্টির সদস্য। তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছেন।
জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে রংপুর-৪ নির্বাচনী এলাকা। এই আসনে ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বড় ভাই বিএনপি জেলা শাখার সাবেক সভাপতি রহিম উদ্দিন ভরসা। ১৯৯৬ সালের নির্বাচনে এই দুই ভাইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। রহিম ও করিম দুই ভাই বর্তমানে বার্ধক্যের কারণে রাজনীতি থেকে দূরে রয়েছেন। আর তাই এই দুই ভাইয়ের দুই ছেলে এবার বিএনপি ও জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চান। ইতিমধ্যে তাঁরা দুজনই নির্বাচনী মাঠে প্রচারণায় নেমেছেন।
করিম উদ্দিন ভরসা ও রহিম উদ্দিন ভরসার বাড়ি কাউনিয়া উপজেলায়। এখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক টিপু মুনশি দলের একক মনোনয়নপ্রত্যাশী। তিনি পীরগাছা উপজেলার বাসিন্দা।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় জনগণের ভাষ্য, এই আসনে রহিম ভরসা ও করিম ভরসা দুই সহোদরের এলাকায় সুনাম রয়েছে। মানুষের কল্যাণে দুই ভাইয়ের অবদানও কম নয়। দুই ভাই বর্তমানে অসুস্থ হলেও তাঁদের প্রভাব ছেলেদের ওপর স্বাভাবিকভাবেই পড়ে থাকে। দুই ছেলে তাঁদের উত্তরসূরি হিসেবে পিতাদের রাজনীতির ধারার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। জাতীয় পার্টির করিম ভরসার ছেলে সিরাজুল ইসলাম ভরসা জাতীয় পার্টি ও বিএনপির রহিম ভরসার ছেলে এমদাদুল হক ভরসাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
কাউনিয়া উপজেলার বাসিন্দা শিক্ষক ওসমান আলী বলেন, পিতার রাজনীতির ধারার সঙ্গে ছেলেরাও জড়িয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। বাবার মতো তাঁদের জনগণের কাছে আস্থা অর্জন করে ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে এগিয়ে যেতে হবে, এমনটিই প্রত্যাশা করেন জনগণ।
নির্বাচন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা ৯৩ হাজার ৬৩০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বড় ভাই বিএনপির রহিম উদ্দিন ভরসা। তিনি ভোট পেয়েছিলেন ৮৩ হাজার ৮২৫। ১৯৯৬ সালে করিম ভরসা ১ লাখ ৩০ হাজার ৬৪৩ ভোট পেয়ে জয়ী হন। এবারও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বড় ভাই রহিম ভরসা। ২০০৮ সালে জাতীয় পার্টির করিম ভরসা ১ লাখ ৩ হাজার ৬৪৩ ভোট পেয়ে জয়ী হন। তবে সে বছর বিএনপির রহিম ভরসা নির্বাচন করেননি। রংপুর-৪ আসনের বর্তমান ভোটার ৪ লাখ ১৩ হাজার ১৪৩।