মনোনয়ন লড়াইয়ে তাঁরা ১৪ জন

উপরের বাম দিক থেকে মোহাম্মদ আলী ,এ টি এম মিজানুর রহমান ,সৈয়দ আবদুল কাইয়ুম ,সাজ্জাদ হোসেন
উপরের বাম দিক থেকে মোহাম্মদ আলী ,এ টি এম মিজানুর রহমান ,সৈয়দ আবদুল কাইয়ুম ,সাজ্জাদ হোসেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লার সাতটি আসনে উপজেলা পরিষদের সাবেক ও বর্তমান ১৪ জন চেয়ারম্যান বিভিন্ন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রয়েছেন চারজন। বাকিরা সাবেক।

ওই ১৪ জনের মধ্যে আওয়ামী লীগের বর্তমান তিনজন ও সাবেক পাঁচজন চেয়ারম্যান রয়েছেন। বিএনপির বর্তমান চারজন চেয়ারম্যান রয়েছেন। জাতীয় পার্টি ও স্বতন্ত্র একজন করে সাবেক চেয়ারম্যান রয়েছেন।

জানতে চাইলে সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর স্থানীয় সরকারের বিভিন্ন পদে থাকা জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা নেই। দু-এক দিনের মধ্যে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে নির্দেশনা পাওয়া যাবে।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সালাম ও সাবেক চেয়ারম্যান শফিকুল আলম দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম বলেন, ‘চরের একটি জনপদকে আমি উপজেলা বানিয়েছি। এই উপজেলার প্রথম চেয়ারম্যান আমি। এবার দাউদকান্দি ও মেঘনাবাসীর উন্নয়নের জন্য সংসদে যেতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।’

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির সমর্থিত হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার দলীয় মনোনয়ন চেয়েছেন।

জানতে চাইলে হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা বলেন, ‘কুমিল্লা-২ আসনে এম কে আনোয়ার সাহেব আমাদের প্রার্থী ছিলেন। তিনি মারা যাওয়ার কারণে আমি প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির সমর্থিত দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান স্বতন্ত্র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল দলীয় মনোনয়ন চেয়েছেন।

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক স্বতন্ত্র চেয়ারম্যান সামছুল আলম বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই আসনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন দলীয় মনোনয়ন চান।

>ওই ১৪ জন হলেন উপজেলা পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান। এর মধ্যে আওয়ামী লীগের আটজন ও বিএনপির চারজন রয়েছেন।

বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমান বলেন, ‘দলের কাছে মনোনয়ন চেয়েছি। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।’

এ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘মাঠের একজন পরীক্ষিত কর্মী হিসেবে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছি। ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়। মাঠের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাই।’

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাতীয় পার্টির বরুড়া উপজেলা সভাপতি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সাংসদ নূরুল ইসলাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন। কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন চান মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটোয়ারী।

জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার বলেন, ‘ওঁনারা সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি। তাঁদের মনোনয়ন পাওয়ার ইচ্ছে হতে পারে। এটা সুস্থ প্রতিযোগিতা হিসেবেই দেখছি।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, যে কেউ দল থেকে মনোনয়ন চাইতে পারেন। দল যোগ্য ও টিকে থাকা প্রার্থীকে মনোনয়ন দেবে।