একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দলটির মনোনয়ন ফরম কিনেছেন ২১ জন। তবে মাঠপর্যায়ে সক্রিয় আছেন ছয়জন নেতা।
দাউদকান্দি ও মেঘনা উপজেলার ছয়জন নেতা-কর্মী বলেন, এবারই জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া অনেকের মূল বিষয় নয়—পরিচিত হওয়ার জন্যও একাধিক ব্যক্তি দলীয় ফরম কিনেছেন। এ পরিচয় কাজে লাগিয়ে স্থানীয় রাজনীতিতে নিজেদের পোক্ত অবস্থান তৈরির পাশাপাশি অনেকে ভবিষ্যতে জোরালোভাবে দলীয় মনোনয়ন চাইতে পারেন।
মাঠে সক্রিয় ছয় নেতা হলেন স্থানীয় সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভুঁইয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান, একই কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নাঈম হাসান ও সভাপতি আবদুল আউয়াল সরকার।
>এবারই জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া অনেকের মূল বিষয় নয়। পরিচিত হওয়ার জন্যও একাধিক ব্যক্তি দলীয় ফরম কিনেছেন।
এ আসনে আওয়ামী লীগের অন্য মনোনয়নপ্রত্যাশী নেতারা হলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী, উত্তর জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী, মহিলাবিষয়ক সম্পাদক মোসাম্মৎ পারুল আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ফারহা দিপা, দাউদকান্দি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী ভূঁইয়া, বর্তমান যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা ইসলাম, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন ও মনির হোসেন, প্রবাসী এম এ কাদের এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিক আওয়ামী লীগ কমিটির সভাপতি বেনজির আহমেদ।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ বলেন, নেত্রী যাঁকে মনোনয়ন দেবেন, তাঁর পক্ষেই কাজ করবেন।
জানতে চাইলে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলের ও মাঠের বাস্তব অবস্থা তুলে ধরার উদ্দেশ্যে মনোনয়ন ফরম কিনি। আসলে নির্বাচনের জন্য ফরম নিইনি।’