বিএনপিতে এক ঘরেই দুই মনোনয়নপ্রত্যাশী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনয়ন চান দুই ভাই। তাঁরা হলেন বড় ভাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজম খান চৌধুরী ও ছোট ভাই চট্টগ্রাম জেলা জিয়া পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী।

দুই ভাই রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রামের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন। তাঁদের বাড়ি উপজেলার বেতাগী ইউনিয়নে। দুজনই ব্যবসায়ী।

জানতে চাইলে আজম খান চৌধুরী বলেন, ‘ছোট ভাইয়ের মনোনয়ন ফরম কেনার বিষয়ে আমি জানি না। তবে দল যাঁকে মনোনয়ন দেয়, তাঁর পক্ষে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, ভবিষ্যতে বিএনপির সঙ্গে যুক্ত থেকে রাজনীতি করব।’

জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বড় ভাইয়ের মনোনয়ন ফরম নেওয়ার বিষয় আমি আগে জানতাম না। ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে মনোনয়ন সাক্ষাৎকার দিতে গেলে জানতে পেরেছি। নিজে না পেলেও দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে কাজ করব।’

>তাঁরা দুজন হলেন উত্তর জেলা বিএনপির সদস্য আজম খান চৌধুরী ও জিয়া পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্শ্ববর্তী রাউজান উপজেলার বাসিন্দা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী কারাগারে ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী লন্ডনে থাকায় রাঙ্গুনিয়া থেকে তাঁদের নির্বাচনে অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে তাঁদের দুজনের পক্ষ থেকে মনোনয়ন ফরম নেয়া হলেও জমা দেওয়া হয়নি। সাকা চৌধুরীর পরিবার নির্বাচনে অংশগ্রহণের অনিশ্চয়তায় রাঙ্গুনিয়া বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীর তালিকা দীর্ঘ হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক শওকত আলী নূর বলেন, ‘মনোনয়ন ফরম নেওয়ার অধিকার সবার আছে। পারিবারিকভাবে আজম খান চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরীর যোগ্যতা কম নয়। তবে নির্বাচনে চমক আসছে।’