বিআইইউতে আইনবিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) ‘আইন ও বিচার পেশায় দক্ষতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) ‘আইন ও বিচার পেশায় দক্ষতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) ‘আইন ও বিচার পেশায় দক্ষতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ক্যাম্পাসের মুট কোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আয়োজনে ছিল বিশ্ববিদ্যালয়টি ‘ল’ ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সহকারী রেজিস্ট্রার সাইয়্যেদ শহিদুল বারী উপস্থিত ছিলেন। এ ছাড়া আইন বিভাগর শিক্ষক ও ‘ল’ ক্লাবের পরিচালক মো. শাহাদাত হোসেন, বিভাগের সমন্বয়ক মো. আব্দুর রাজ্জাক, সহকারী প্রক্টর নাঈম আহাম্মেদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, পৃথিবী ও এর মধ্যে অবস্থিত প্রত্যেকটি সৃষ্টি একটি নিয়মতান্ত্রিক উপায়ে তৈরি হয়েছে। সৃষ্টিকর্তা সৃষ্টির জগতের সকল সৃষ্টির সঙ্গে সঙ্গে বিধিমালাও প্রণয়ন করেছেন—যার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।

তোফায়েল হাসান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় একজন আইনজীবীর ভূমিকা অনেকে বেশি। সুতরাং আইনজীবীকে মামলার সকল পর্যায়ে পূর্ণ প্রস্তুতি রাখতে হবে। বিজ্ঞপ্তি।