ময়মনসিংহে পৃথক 'বন্দুকযুদ্ধে' নিহত ২

ময়মনসিংহে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর ও সদর উপজেলার সাহেব কাচরিবাজার এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ দুটি ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের নামে একাধিক মামলা রয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন আবদুল্লাহ কাফি (৩১) ও আলমগীর হোসেন (২৭)।

ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ডিবির একটি দল মুক্তাগাছা উপজেলার রসুলপুর এলাকায় অভিযানে যায়। সেখানে একদল ডাকাত ডিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে শুরু করলে ডাকাতেরা পালিয়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবদুল্লাহ কাফিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডিবির অপর একটি দল গতকাল মাঝরাতে সাবেহ কাচরিবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। ডিবির দল একটি মাঠে অবস্থান নেওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ডিবির দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে আলমগীর গুলিবিদ্ধ হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।