প্রকাশিত খবরের প্রতিবাদ জানাল ডিপিডিসি
দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে গতকাল রাতে প্রকাশিত একটি খবরের প্রতিবাদ জানিয়েছে ডিপিডিসি। গতকাল শুক্রবার রাতে প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘ট্রান্সফরমার বিস্ফোরণ, জাবি শিক্ষার্থীর মৃত্যু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদ জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিপিডিসি জানিয়েছে, গতকাল খবরে উল্লেখিত ধানমন্ডি এলাকায় ডিপিডিসির কোনো ট্রান্সফরমার বিস্ফোরিত হয়নি।
ডিপিডিসির জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শামীমুল হক সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গতকাল ২৬-১০-১৮ সন্ধ্যায় ধানমন্ডি, রোড নং-৫/এ নির্মাণাধীন ভবনের উপর থেকে একটি রড ডিপিডিসি’র ১১ কেভি লাইনের উপর পড়ে ৮ টা ৩১ মিনিটে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় এবং ৮ টা ৩৫ মিনিটে লাইনটি পুনরায় চালু হয়। ডিপিডিসির কোনো ট্রান্সফরমার বিস্ফোরণ হয় নাই এবং কোনো লাইনের তার ছিঁড়ে নাই। ঘটনাস্থলে সংবাদ নিয়ে জানা যায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে একটি রড পড়ে একজন ছাত্র নিহত হয়েছে, তাঁর মৃত্যুতে ডিপিডিসি দুঃখ প্রকাশ করছে। ছাত্র নিহত হওয়ার সঙ্গে ডিপিডিসির বিদ্যুৎ লাইনের কোনো সংশ্লিষ্টতা নেই।’