মইনুল রাজনৈতিকভাবে চরিত্রহীন: হাছান মাহমুদ
মইনুল হোসেনকে রাজনৈতিকভাবে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ। মইনুল হোসেন একাত্তর টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
আজ শনিবার জাতীয় শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ‘শেখ রাসেলের ৫৫তম জন্মদিন’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মইনুল হোসেনের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আগে নিজেদের চরিত্র ঠিক করে তারপর অন্যদের সমালোচনা করুন। প্রকৃতপক্ষে আপনি রাজনৈতিকভাবে চূড়ান্ত চরিত্রহীন।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সংসদ নির্বাচন সমাগত এবং এই নির্বাচনে বিজয় শুধু আওয়ামী লীগের জন্য নয়, দেশের জন্য, জনগণের জন্য, অগ্রগতির জন্য প্রয়োজন। সুতরাং সবাইকে অতন্দ্র প্রহরীর মতো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।