কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে দুই যুবক আহত
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। আজ শনিবার ভোরে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তাঁরা হলেন মো. সবুজ (২১) ও রমজান (২০)।
চিকিৎসার জন্য আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবুজ ও রমজান ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, তাঁরা দুজনই কয়লারঘাট এলাকায় বাস করেন। কাপ্তান বাজার থেকে ভ্যানে করে মুরগি আনা-নেওয়ার কাজ করেন। প্রতিদিনের মতো আজ ভোরবেলা ভ্যান নিয়ে মুরগির চালান আনতে কাপ্তান বাজারের দিকে রওনা দেন সবুজ ও রমজান। এ সময় এলাকার চিহ্নিত চার-পাঁচজন তাঁদের ঘিরে ধরে। একপর্যায়ে সবুজের হাত ও ডান ঊরুতে ছুরিকাঘাত এবং রমজানের মাথায় রড দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
পুলিশের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটেছে। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন সবুজ ও রমজান। দুই পক্ষই মাদকাসক্ত। তাঁদের অনেকেই মাদকবিষয়ক মামলার আসামি। সবুজ ও রমজানের ওপর হামলার সঙ্গে আমির গ্রুপ জড়িত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।