বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামার ও ফল সেমিস্টার ২০১৮-এর ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো আজ শনিবার।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ও কলা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শের মোহাম্মদ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এ এন এম রফিকুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি ও ডিরেক্টর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সাইয়েদ শহিদুল বারী, রেজিস্ট্রার মো. ইউসুফ, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ আরশেদ আলী মাতুব্বর, আইন অনুষদের ডিন এ বি এম মাহবুবুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
সাবের হোসেন চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাত দিয়েই এগিয়ে যাবে।’
সাংসদ সাবের চৌধুরী বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে দরকার প্রযুক্তি এবং নৈতিকতা শিক্ষা, যা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় করে থাকে। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার মান সংরক্ষণে কঠোর থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের ১০৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ১৬ বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যেতে পেরেছে তার মধ্যে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় একটি। তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলে না। এখানকার আয় দিয়ে প্রতিষ্ঠানের অবকাঠামো এবং মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করে থাকে।
অধ্যাপক কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী বলেন, নবীনেরা জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে তৈরি করবে। বিজ্ঞপ্তি