শান্তিনিকেতনের আদলে ত্রিশালে নজরুলনিকেতন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন রওশন এরশাদ
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, শান্তিনিকেতনের আদলে ত্রিশালে নজরুলনিকেতন গড়ে তোলা হবে। তিনি বলেন, কবি কাজী নজরুল ইসলাম পরাধীন বাঙালির মুক্তির বাণী নিয়ে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিলেন। তাঁর গান ও কবিতা স্বাধীনতাসংগ্রামে বাঙালির প্রেরণা জুগিয়েছিল।
কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রওশন এরশাদ এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, কবি নজরুল লেখনীর মাধ্যমে সেদিন এ দেশের মানুষ জাগ্রত করেছিলেন। তিনি পরাধীন বাংলাকে স্বাধীন করতে তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর চিন্তাচেতনা লেখার মধ্য দিয়ে সমাজের মানুষের কাছে পৌঁছে দিতেন।
রওশন এরশাদ বলেন, কবি নজরুল মুসলমানদের জন্য যেমনি লিখেছেন অসংখ্য হামদ-নাত, গজল; তেমনি করে হিন্দু সম্প্রদায়ের জন্য লিখেছেন শ্যামাসংগীত। তিনি অসাম্প্রদায়িক একটি দেশ গড়তে চেয়েছেন। ময়মনসিংহের উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে ত্রিশালকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হবে।
ময়মনসিংহ জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ ফখরুল ইমাম ও সালাউদ্দিন মুক্তি, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, নজরুলগবেষক অনুপম হায়াত, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন প্রমুখ।