বেনাপোলে এক লাখ মার্কিন ডলার ও তিন কেজি সোনা উদ্ধার

যশোরের বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুই ব্যক্তির কোমর থেকে এক লাখ মার্কিন ডলার উদ্ধার করেছে বলে জানিয়েছে। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৮৪ লাখ টাকার সমমানের।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনার পথে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই ডলার উদ্ধার করা হয়।

যাঁদের কাছে এই ডলার পাওয়া গেছে তাঁরা হলেন, মওলা বক্স (৩৫) ও আলমগীর হোসেন (৪০)। মওলার বাড়ি বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর গ্রামে। আর আলমগীরের বাড়ি একই থানার স্বরবাংহুদা গ্রামে।

বিজিবির ভাষ্য, এই দুজন কোমরে লুঙ্গির মধ্যে ডলারের ৫টি করে ১০টি বান্ডিল রেখেছিলেন। প্রতিটি বান্ডিলের মধ্যে ১০০ ডলারের ১০০টি করে নোট ছিল।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. মামুনার রশিদ বলেন, আটক দুজনের নামে বৈদেশিক মুদ্রা পাচার আইনে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। ডলার থানায় জমা দেওয়া হয়েছে।

এ ছাড়া গতকাল রাতে বিজিবি বেনাপোল থেকে ২৪টি সোনার বার উদ্ধার করেছে। বেনাপোল বন্দর থানার ঘিবা সীমান্তের জোড়া সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ৭৪০ গ্রাম। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেননি বিজিবির সদস্যরা।

ঘিবা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার খোরশেদ আলম বলেন, উদ্ধার করা সোনা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

গত ৬ মে যশোরের বেনাপোল বন্দর থানার সাদিপুর সীমান্তের পোতাপোস্ট এলাকা থেকে বিজিবি ১ লাখ ১১ হাজার ৯০০ মার্কিন ডলার জব্দ করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৪ লাখ টাকা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।