'মোদি প্রধানমন্ত্রী হোন, জোটেই কেউ কেউ চায় না'
নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হোন—ভারতে বিজেপির নেতৃত্বে ক্ষমতাসীন এনডিও জোটের কিছু ব্যক্তি তা চায় না। বিজেপির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওয়াহা এ কথা বলেছেন। আজ শনিবার বিহারের পাটনায় এক সমাবেশে এ কথা বলেন কেন্দ্রীয় মানবসম্পদ প্রতিমন্ত্রী কুশওয়াহা। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
কুশওয়াহা বিহারের রাজনীতিক। সাম্প্রতিক সময়ে তাঁর এক মন্তব্যের পর বিহারের লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে তাঁর ‘সুসম্পর্ক’ তৈরি হয়েছে বলে গুঞ্জন উঠেছিল। পরে কুশওয়াহা এর ব্যাখ্যা দেন। জানিয়ে দেন, তিনি বিজেপির সঙ্গেই আছেন।
আজ কুশওয়াহা আবার বলেছেন, ‘এনডিএতে (ন্যাশনালে ডেমোক্রেটিক অ্যালায়েন্স) কিছু লোক আছে, যারা চায় না মোদিজি আবার প্রধানমন্ত্রী হোন। এসব লোক জোটের মধ্যে গুজব ছড়িয়ে দ্বন্দ্ব তৈরি করতে চায়।’
কুশওয়াহা বলেন, তাঁর দল চায় মোদি আবার প্রধানমন্ত্রী হোন।
কয়েক দিন আগে কুশওয়াহার একটি মন্তব্যে রাজ্যে বিজেপি-জেডিইউ জোটকে অস্বস্তিতে ফেলে। ওই সময় কুশওয়াহা মন্তব্য করেন, এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উচিত হবে না ২০২০ সালে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হওয়া।