সিডনিতে মাছ শিকার করতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু
অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিডনির পোর্ট ক্যাম্বেলাতে মাছ ধরার সময় আচমকা বড় ঢেউয়ের ধাক্কায় সাগরে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়।
নিহত দুই বাংলাদেশীর নাম মাহাদী খান ও মোজাফফর আহমেদ। তাঁরা সিডনির লাকেম্বা ও ওয়ালি পার্কের বাসিন্দা। মাহাদী এবং মোজাফফর দুজনই সিডনির বাঙালি পাড়াখ্যাত লাকেম্বা এলাকায় ব্যবসায় করতেন। তাঁরা শৌখিন মাছ শিকারি হিসেবেও লাকেম্বা এলাকায় বেশ পরিচিত ছিলেন বলে জানান তাঁদের বন্ধু ফখরুল আলম।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশের কর্মকরতারা এই দুজনকে সমুদ্র থেকে তুলে আনেন। কিন্তু এর আগেই মাহাদী খান মৃত্যুবরণ করেন এবং মুমুর্ষ অবস্থায় মোজাফফর আহমেদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকেও মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন, পোর্ট ক্যাম্বেলার হিল ৬০ এলাকায় পাথুরে অংশে দাঁড়িয়ে মাছ ধরছিলেন তাঁরা। হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় পাথরের ওপরে ছিটকে পড়েন তিনজন। এতে মারাত্মকভাবে আহত হয়ে মাহাদী ও মোজাফফর ঢেউয়ের সঙ্গে ভেসে যান। বাকি একজন নিরাপদে থেকে যান।
মাহাদী ও মোজাফফরের দেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করে পুলিশ তাঁদের পরিবারকে গভীর রাতে খবর দেয়। তাঁদের মৃত্যুর সংবাদে সিডনির বাংলাদেশিরা শোক প্রকাশ করেছেন। তিন সপ্তাহ আগে একই স্থানে সাগরের ঢেউয়ে আরও তিন ব্যক্তির মৃত্যু হয়।