সম্পর্ক ‘নতুন স্তরে’ নিতে চায় চীন-উত্তর কোরিয়া
দুই দেশের সম্পর্ককে ‘নতুন স্তরে’ নেওয়ার অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। স্থানীয় সময় রোববার চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব চুক্তির ৬০ বছর পূর্তি উপলক্ষে এমন প্রতিশ্রুতির কথা জানান এই দুই নেতা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সি চিন পিংয়ের কাছে পাঠানো এক বার্তায় কিম জং–উন বলেন, ‘জটিল বৈশ্বিক পরিস্থিতিতেও চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বিশ্বাস ও সামরিক বন্ধুত্ব দিনকে দিন বেড়েছে।’ ওই বার্তায় দুই দেশের মধ্যে বন্ধুত্ব চুক্তির লক্ষ্য অনুযায়ী ‘এশিয়া এবং বিশ্বের অন্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত’ করার কথা তুলে ধরেন তিনি।
জবাবে চীনের প্রেসিডেন্ট লেখেন, তিনি চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক নতুন স্তরে নিয়ে দুই দেশের মানুষর জন্য ‘বৃহৎ শান্তি’ আনার পরিকল্পনা করছেন।
বন্ধুত্ব ও পারস্পরিক সহায়তার লক্ষ্যে চীন ও উত্তর কোরিয়া ১৯৬১ সালের ১১ জুলাই চুক্তি করে।