২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মডার্না নিয়ে আসবে কোভিড-ফ্লু-আরএসভি বুস্টার টিকা

মডার্নার পরীক্ষামূলক এই টিকা চারটি প্রধান ধরন লক্ষ্যকে টার্গেট করেছে
ছবি: রয়টার্স

আগামী বছরের মধ্যে একটি সম্মিলিত কোভিড-ফ্লু-আরএসভি বুস্টার টিকা উৎপাদনের পরিকল্পনা করছে মডার্না। এটি করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসপ্রশ্বাসজনিত প্রদাহ রোধে কাজ করবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি গতকাল সোমবার বলেছে, এক ডোজ টিকা হওয়ার কারণে লোকজন এটি প্রতিবছর নিতে আগ্রহী হবেন। ২০২৪ সালের মধ্যে এই টিকা বাজারে আসতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাসের পাশাপাশি ঠান্ডাজনিত রোগ শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য মারাত্মক হতে পারে। মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চ্যুয়াল গোলটেবিল অধিবেশনে বলেছেন, ২০২৩ সালে করোনার সংক্রমণ কমবে। তবে তিনি এ-ও বলেন, ‘আমি মনে করি না যে সব দেশেই সংক্রমণ হ্রাস পাবে। তবে আমার বিশ্বাস, আগামী বছরে কিছু কিছু দেশে সংক্রমণ কমবে।’

স্টিফেন ব্যানসেল আরও বলেছেন, ‘বর্তমানে শীতের সময় লোকজন দুই কিংবা তিন ডোজ করোনার টিকা নিতে চান না। তাঁরা যেন সম্মিলিত এক ডোজ টিকা নিতে পারেন, এখন সেটিই আমাদের লক্ষ্য।’ তিনি বলেছেন, আরএসভি প্রোগ্রামটির তৃতীয় ধাপের ট্রায়াল শেষ হয়েছে। এখন এটি চূড়ান্ত পর্যায়ে মানবদেহে পরীক্ষা চালানো হবে। অন্যদিকে ফ্লু প্রোগ্রামটি চলতি বছরের এপ্রিল-মে মাসের মধ্যেই তৃতীয় পর্যায়ে ট্রায়ালে যাবে।

মডার্নার পরীক্ষামূলক ফ্লু টিকাটি চারটি প্রধান ধরনকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, এমআরএনএ পদ্ধতির ওপর নির্ভর করে এটি তৈরি করা হচ্ছে, যা কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছে।

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেছেন, ‘আমরা আশা করছি আগামী মার্চ মাসের মধ্যেই পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে সঠিক তথ্য পাব।’