ভিটামিন ডি কোলন ক্যানসারের ঝুঁকি কমায়
রক্তে উচ্চমাত্রার ভিটামিন ডি-এর উপস্থিতিতে কোলন ক্যানসারের ঝুঁকি অনেক কমে। পাঁচ লাখেরও বেশি মানুষের ওপর গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ মেডিকেল জার্নাল গতকাল শুক্রবার অনলাইনে এ কথা জানিয়েছে। খবর এএফপির।গবেষণায় দেখা গেছে, যেসব রোগীর রক্তে উচ্চমাত্রায় ভিটামিন ডি রয়েছে তাদের কোলন ক্যানসারের ঝুঁকি অন্যদের থেকে ৪০ শতাংশ কম। ভিটামিন ডি-এর প্রধান উত্স মূলত সূর্যের আলো। তবে খাবার থেকেও এটি পাওয়া যায়। ইউরোপিয়ান পারসপেক্টিভ ইনভেস্টিগেশন ইনটু ক্যানসার (ইপিআইসি) প্রকল্পের আওতায় পশ্চিম ইউরোপের ১০টি দেশে এই গবেষণা চালানো হয়েছে।তবে ভিটামিন ডি এবং ক্যানসারের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই, তা নিয়ে জোরালো বিতর্ক রয়েছে। গবেষণাপত্রের লেখকেরা সতর্ক করে দিয়ে বলেছে, সুষম খাদ্য গ্রহণ অথবা সূর্যের আলোর পরিবর্তে অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ এ ক্ষেত্রে অধিক কার্যকর কি না, সেটা এখনো স্পষ্ট নয়। এএফপি।