২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভালোবাসা দিবসে ৬৬১ বিয়ে

ভালোবাসা নিয়ে বিশেষ দিনটিতে ৬৬১ জুটি গাঁটছড়া বাঁধেন। মেক্সিকো সিটি, মেক্সিকো, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ছবি: এএফপি

মেক্সিকোতে স্থানীয় সময় গতকাল সোমবার জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। ভালোবাসা দিবস উপলক্ষে সেখানে আয়োজন করা হয় গণবিয়ে। সেখানেই গাঁটছড়া বাঁধেন তাঁরা। ছিলেন ৭৪ বছর বয়সী ফ্রান্সেসকো কালভো ও ৬৮ বছরের রোসালিভা সিলভাও।

সবার চোখে ছিল জল। তবে তা আনন্দের। মাস্ক পরা মুখেও হাসির ছাপ ছিল। বার্তা সংস্থা এএফপির খবর বলছে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে এ গণবিয়ের আয়োজন করা হয়।

সেখানে স্বামীর পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে সদ্য বিবাহিত রোসালিভা সিলভা বলেন, ‘আমি ভাবতেও পারিনি আবার সুযোগ আসবে। কিন্তু আবার ভালোবাসা এসেছে।’

বিয়ের জন্য ৬৬১টি পরিবারকে এক জায়গায় একত্র করাটা ছিল বেশ বড় রকমের একটা চ্যালেঞ্জিং বিষয়
ছবি: এএফপি

তবে জোনাথন গার্সিয়া নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তির জন্য গণবিয়ের বিষয়টি পারিবারিক প্রথার মতো। তিনি এএফপিকে বলেন, ‘এর আগে এভাবেই আমার দুই বোনের বিয়ে হয়েছে। আমরা দেখলাম, এভাবে বিয়ে করেই অনেক সুখী ছিল তারা। এরপরই আমরা ভাবলাম, ঐতিহ্য হিসেবে গণবিয়ে চালিয়ে যাওয়া যায়।’

মেক্সিকোর সিউদাত নেজাহুয়ালসয়তল শহরের কাউন্সিল কর্মকর্তা মারিয়া দারিঙ্কা রেনডন বলেন, ‘পারিবারিক বিয়ের মতো আন্তরিকতার কিছুটা অভাব থাকলেও গণবিয়েতে বিনা মূল্যে বিয়ের সনদ দেওয়া হয়। এটা একটা বড় সুবিধা।’ তিনি বলেন, ৬৬১ জনের জন্য গণবিয়ের আয়োজন করাটা চ্যালেঞ্জিং ছিল।

মারিয়া আরও বলেন, গণবিয়েতে খুবই আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁরাও আনন্দিত।