দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার এক টুইট বার্তায় এ খবর জানান তিনি। খবর রয়টার্সের।
টুইটে ট্রুডো লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলব ও সঙ্গনিরোধে থাকব। করোনার টিকা নেওয়া আছে, এ কারণে ভালোই বোধ করছি। তাই আপনাদের যদি টিকা না নেওয়া থাকে, তাহলে নিয়ে নিন। পারলে বুস্টার ডোজও নিন।’
এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ট্রুডোর করোনা শনাক্ত হয়েছিল। সে সময় তাঁর তিন সন্তানের মধ্যে দুজনের শরীরেও করোনার উপস্থিতি পাওয়া যায়।
করোনার হালনাগাদ তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেওয়া তথ্য বলছে, করোনা মহামারি শুরুর পর থেকে কানাডায় ৩৮ লাখ ৯৭ হাজার ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫১৯ জনের। সব৴শেষ গতকাল রোববার কানাডায় ৬৫৯ জন করোনায় আক্রান্ত হন। এই দিন মৃত্যু হয়েছে দুজনের।