টুইটারের সিইও হতে পারেন মাস্ক নিজেই
টুইটারের মালিকানা হাতে পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব নিজেই পালন করবেন ইলন মাস্ক। বিষয়টির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।
বিশ্বের শীর্ষ ধনী মাস্ক টেসলা ইনকরপোরেশনের সিইও ছাড়াও দ্য বোরিং কোম্পানি এবং স্পেসএক্সের মতো দুটি উদ্যোগের প্রধান।
সম্প্রতি এক বৈঠকে ইলন মাস্কের কাছে টুইটার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ৪ হাজার ৪০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পর্ষদ। এর আগে টুইটারের পূর্ণাঙ্গ মালিকানা পেতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। এর পরপরই টুইটারের ভারতীয় সিইও পরাগ আগরওয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। গত নভেম্বরে ওই দায়িত্ব নিয়েছিলেন পরাগ।
এদিকে গত বৃহস্পতিবার টেসলার শেয়ারের দাম কমেছে ৮ শতাংশ। টেসলার বিনিয়োগকারীদের আশঙ্কা, টুইটারের সঙ্গে মাস্কের সংশ্লিষ্টতা বিশ্বের সবচেয়ে দামি গাড়ি নির্মাতা কোম্পানিটির পরিচালন সক্ষমতায় বিরূপ প্রভাব ফেলবে। অন্যদিকে দাম বাড়ছে টুইটারের শেয়ারের। শেয়ারবাজারে টুইটারের শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে ৫০ ডলার ৮৯ সেন্টে পৌঁছেছে।
পরাগ আগরওয়াল গত নভেম্বরে টুইটারের সিইও নিযুক্ত হন। মাস্কের কাছে টুইটার বিক্রির কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই দায়িত্বে তিনিই থাকবেন বলে মনে করা হচ্ছে। মাস্ক অন্তর্বর্তী ভিত্তিতে টুইটারের সিইও হওয়ার পরিকল্পনা করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে টুইটার ক্রয় তহবিলে বিনিয়োগকারীদের তালিকা জমা দিয়েছেন ইলন মাস্ক। ৭১৪ কোটি ডলার বিনিয়োগ করবেন তাঁরা। এ তালিকায় নাম আছে ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন, ক্রিপ্টো প্ল্যাটফর্ম ফাইন্যান্স এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান সেকোয়্যা ক্যাপিটালের।
টুইটারের অংশীদার সৌদি রাজপুত্র আলওয়ালিদ বিন তালাল গত মাসে মন্তব্য করেছিলেন, মাস্কের প্রস্তাবিত দাম তাঁর শেয়ার বিক্রির জন্য যথেষ্ট নয়। মত পাল্টে সৌদি রাজপুত্র এখন বলছেন, টুইটারের জন্য একজন ‘চমৎকার নেতা’ হবেন মাস্ক। তাঁর কাছে থাকা টুইটারের ১৮৯ কোটি ডলারের শেয়ার বিক্রি করতেও রাজি হয়েছেন তিনি।
গত মাসে টুইটার কিনে নেওয়ার চুক্তি করার পরই মাস্ক টুইটারের বাণিজ্যিক ব্যবহারকারীদের ওপর মাসুল আরোপের পরিকল্পনার কথা জানান। ইলন মাস্ক এ-ও ঘোষণা দিয়েছেন, টুইটারে নতুন নতুন ফিচার যুক্ত করা হবে, যাতে ব্যবহারকারীরা আরও বেশি সামাজিক এ যোগাযোগমাধ্যম ব্যবহারে আগ্রহী হয়ে ওঠেন। তবে ইলন মাস্কের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর আশঙ্কা, মাস্ক টুইটারকে একটি ‘বাজে’ প্ল্যাটফর্মে পরিণত করবেন।