ইউক্রেনের পরিস্থিতি ছবিতে
অন্যদিনের মতো ছিল আজকের কিয়েভবাসীর ভোর আর সকালবেলা। পুতিনের নির্দেশে যখন ইউক্রেনে সামরিক হামলা চালানো হচ্ছে, তখনো কেউ কেউ ঘুমে। কেউ হয়তো আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠছেন। হঠাৎ গোলা আর ক্ষেপণাস্ত্র হামলা। বিকট শব্দে ইউক্রেনের রাজধানী কিয়েভের মানুষের ঘুম ভাঙে। ঘুম ভেঙে বাতাসে পাওয়া গেল বারুদের গন্ধ।
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের সাত নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক ও মারিওপোল এলাকায় বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ১৯ জনের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের একটি শহরে হামলায় প্রায় ৫০ জন ‘দখলদার রাশিয়ান’ নিহত হয়েছেন।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১