রেস্তোরাঁয় খেতে গেলে অনেক সময় গ্রাহকেরা বিভিন্ন জিনিস ফেলে আসেন। এর মধ্যে থাকতে পারে মানিব্যাগ, হাতব্যাগ, মুঠোফোন, সঙ্গে থাকা বই, অলংকার। তবে কেউ যদি রেস্তোরাঁয় খেতে গিয়ে আস্ত দাঁতের পাটি ফেলে আসেন, তাহলে অবাক হতে হয়। অবাক করা এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁয়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউপিআই এ ঘটনা নিয়ে গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ঘটনাটি যুক্তরাজ্যের ম্যানচেস্টারের রোটন শহরের। গত শনিবার সেখানকার বার্কলে পিৎজা অ্যান্ড প্রোসেকো রেস্তোরাঁয় খেতে গিয়ে কেউ একজন আস্ত নকল দাঁতের পাটি ফেলে যান। পরদিন ভোরের দিকে মেঝে পরিষ্কার করতে গিয়ে রেস্তোরাঁর কর্মীরা তা খুঁজে পান। রেস্তোরাঁটির মদ খাওয়ার জায়গায় সেটা পড়ে ছিল। পরিচ্ছন্নতাকর্মীরা মেঝেতে পড়ে থাকা দাঁতের পাটি তুলে জমা দেন কর্তৃপক্ষের কাছে।
তবে হারানো দাঁতের পাটি খুঁজতে কেউ ওই রেস্তোরাঁয় আসেননি। অগত্যা ফেসবুকে রেস্তোরাঁর অফিশিয়াল পেজে ঘটনাটি উল্লেখ করে পোস্ট দিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তাতে একটি ছবিও যুক্ত করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি ছোট সাদা রঙের ব্যাগ রয়েছে। তার ওপরে লেখা, ‘দাঁত—শনিবার, ১৯ মার্চ, ২০২২’। পোস্টে বলা হয়েছে, শনিবার রাতভর ওই রেস্তোরাঁয় (বিশেষত বার এলাকায়) পার্টি চলেছে। ভোরের দিকে ফেরার সময় কেউ হয়তো মনের ভুলে নিজের দাঁতের পাটি সেখানেই ফেলে গেছেন।
রেস্তোরাঁর মালিক এমা ওহেলান বলেন, ‘আমরা রেস্তোরাঁয় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস খুঁজে পাই। গ্রাহকেরা খাওয়াদাওয়া শেষে ফেরার সময় ভুলে সেসব ফেলে যান। আমরা সেগুলো আসল মালিকের কাছে ফেরত দিই। কিন্তু এমন অবাক করা জিনিস আগে কেউ ফেলে যাননি। এটা খুঁজতেও কেউ আসেননি। তাই ফেলে যাওয়া দাঁতের আসল মালিককে খুঁজতে আমরাই ফেসবুকে পোস্ট দিয়েছি।’