২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

খুলছে না তাজমহলের সেই ২২ বন্ধ দুয়ার

আগ্রার তাজমহল ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ
ছবি: এএনআই

তাজমহল নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্রাট শাহজাহানের এ অমর কীর্তির ‘রহস্যময়’ ২২টি কক্ষ নিয়ে সম্প্রতি শুরু হয় ব্যাপক আলোচনা। তালাবদ্ধ এ কক্ষগুলোতে কী আছে, সেটা জানতে এক রাজনীতিবিদ আদালতে আবেদন করেন। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তাজমহলের সেই বন্ধ ২২ দরজা বন্ধই থাকছে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির

২২টি কক্ষের ভেতরের ‘সত্য’ জানতে আবেদন করেছিলেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখার মিডিয়া ইন চার্জ রজনীশ সিং। তবে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ আজ বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছেন।

বিজেপির নেতা আদালতে আবেদন করেছিলন ওই ২২ কক্ষের ভেতরে হিন্দু দেব–দেবীর মূর্তি আছে কি না, সেটা ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে তদন্ত করে প্রকাশ করুক। তবে এলাহাবাদ হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন।

তাজমহলের সুরক্ষার দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হাতে।
উল্লেখ্য, স্ত্রী মমতাজের সমাধিক্ষেত্রের ওপর তাজমহল নির্মাণ করেন মোগল সম্রাট শাহজাহান। ১৬৩২ সালে নির্মাণ শুরুর পর এ মার্বেল সৌধটির কাজ চলে ২২ বছর ধরে। শেষ হয় ১৬৫৩ সালে।

১৯৮২ সালে ইউনেসকো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।