অমিক্রন শনাক্তের পর ৫ লাখ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাসের অতিসংক্রামক নতুন ধরন অমিক্রন শনাক্তের পর পাঁচ লাখ মানুষ কোভিডে মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অল্প দিনেই অমিক্রনে এত মানুষের মৃত্যুর ঘটনাকে ‘কল্পনাতীত ও বেদনাদায়ক’ বলছে ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইনসিডেন্ট ম্যানেজার আবদি মাহামুদ বলেছেন, গত বছরের নভেম্বরের শেষ দিকে অমিক্রনকে করোনাভাইরাসে ‘উদ্বেগজনক এক নতুন ধরন’ ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত ১৩ কোটি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে কোভিডে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে পাঁচ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।
বিশ্বে আধিপত্যকারী ধরন হিসেবে ডেলটাকে ছাড়িয়ে গেছে অমিক্রন। কারণ, এটি আরও সংক্রামক। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, অমিক্রনে গুরুতর অসুস্থতা কম। আবদি মাহামুদ একাধিক টিকা উদ্ভাবনের কথা তুলে আরও বলেছেন, কার্যকর টিকার এই যুগে পাঁচ লাখ মানুষের মৃত্যুর এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক বিষয়।
আবদি মাহামুদ আরও বলেন, ‘সবাই বলছেন অমিক্রন মৃদু কিন্তু তাঁরা এটা বলতে ভুলে যাচ্ছেন যে অমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর থেকে পাঁচ লাখ মানুষ মারা গেছেন।’ সংস্থাটির কারিগরিবিষয়ক প্রধান মারিয়া ভন কেরখোভ বলেন, অমিক্রন শনাক্তের সংখ্যা আশ্চর্যজনক। শনাক্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি হবে।