ইতিহাসের এই দিনে: খনিতে পাওয়া গেল ৭২ কেজির সোনার টুকরা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৫ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

সোনার বার
প্রতীকী ছবি: রয়টার্স

সময়টা ১৮৬৯ সালের ৫ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়ার মলিয়াগুল শহরের একটি সোনার খনিতে পাওয়া যায় অপরিশোধিত সোনার খণ্ড। দুজন ব্রিটিশ খনিশ্রমিক এই সোনা খুঁজে পেয়েছিলেন। এটির ওজন ছিল ৭২ কেজি বা ১৫৮ পাউন্ড।

যত খুশি চকলেট খাও শিশুরা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় সংকট সামাল দিতে ব্রিটিশ শিশুদের চকলেট খাওয়ায় সীমা টেনে দিয়েছিল যুক্তরাজ্য সরকার। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার অনেক পরে, ১৯৫৩ সালের আজকের দিনে চকলেটের ওপর থেকে কোটা তুলে নেওয়া হয়। এর ফলে যুক্তরাজ্যের শিশুরা যত খুশি চকলেট খাওয়ার সুযোগ ফিরে পায়।

স্টেট হারমিটেজ জাদুঘর উদ্বোধন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে স্টেট হারমিটেজ জাদুঘরের অবস্থান। ১৮৫২ সালের ৫ ফেব্রুয়ারি এই জাদুঘর উদ্বোধন করা হয়। সম্রাজ্ঞী ক্যাথেরিন দ্য গ্রেটের আমলের বহু মূল্যবান শিল্পকর্ম এখানে সংরক্ষণ করা আছে। শিল্পকর্মের জন্য বিশ্বের অন্যতম খ্যাতিমান জাদুঘরের স্বীকৃতি পেয়েছে এটি।

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মদিন

ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: এএফপি

শুধু পর্তুগাল নয়, বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ এই জাদুকর ফুটবলারের জন্মদিন। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি তাঁর জন্ম।