ইতিহাসের এই দিনে: ১৯ ঘণ্টার সাঁতার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৬ মার্চ। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

সাঁতারু সারাহ ফার্গুসনছবি: ফেসবুক থেকে নেওয়া

সময়টা ২০১৯ সালের ১৬ মার্চ। দক্ষিণ আফ্রিকার সাঁতারু সারাহ ফার্গুসন প্রশান্ত মহাসাগরের ইস্টার দ্বীপপুঞ্জের চারপাশে সাঁতার কাটেন। বিশ্বে তিনিই প্রথম ব্যক্তি, যিনি এ দ্বীপের চারপাশে সাঁতরে বেড়ান। এতে সময় নেন ১৯ ঘণ্টা। এই সময়ে ৬২ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।

কৃষ্ণাঙ্গদের প্রথম সংবাদপত্র প্রকাশ

সংবাদপত্রটির নাম ফ্রিডম’স জার্নাল। ১৮২৭ সালের আজকের দিনে এটি প্রথম প্রকাশিত হয়। কৃষ্ণাঙ্গ আমেরিকানদের মালিকানায় ও তত্ত্বাবধানে প্রকাশিত প্রথম সংবাদপত্র এটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এটি প্রকাশিত হয়েছিল।

ফুটবল
প্রতীকী ছবি: রয়টার্স

ফুটবলের সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা

১৮৭২ সালের ১৬ মার্চ, যুক্তরাজ্যের লন্ডনের কেনিংটন ওভাল ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয় এফএ কাপের ফাইনাল ম্যাচ। বিশ্বের বুকে সবচেয়ে পুরোনো ফুটবল প্রতিযোগিতা ধরা হয় এটিকে। ফাইনালে রয়াল ইঞ্জিনিয়ার্স এএফসিকে ১-০ গোলে হারিয়ে দেয় ওয়ান্ডারার্স এফসি। প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজন করা হতো।

নিজেকে রাজা ঘোষণা

নেদারল্যান্ডসের প্রিন্স উইলেম ১৮১৫ সালের ১৬ মার্চ নিজেকে রাজা ঘোষণা করেন। তিনি ছিলেন দেশটির প্রথম রাজা।

প্রথম রকেট উৎক্ষেপণ

সময়টা ১৯২৬ সালের ১৬ মার্চ। মার্কিন বিজ্ঞানী রবার্ট এইচ গডার্ট প্রথমবারের মতো তরল জ্বালানিভর্তি একটি রকেট উৎক্ষেপণ করেন। রকেটটির গতি ছিল ঘণ্টায় ৯৬ কিলোমিটার। তবে আকাশে ভেসে ছিল মাত্র ২ সেকেন্ড। এরপরও ওই সময় মহাকাশবিজ্ঞানের বিকাশে এটিকে অগ্রগণ্য এক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।