আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশ কোনগুলো

বিশ্বের সবচেয়ে ছোট দেশটির আয়তন শূন্য দশমিক ৪৪ বর্গকিলোমিটার। ভ্যাটিকান সিটিফাইল ছবি: রয়টার্স

বিশ্বে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট দেশ কোনগুলো? এই দেশগুলোর আয়তনই-বা কত? আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশের একটি তালিকা সম্প্রতি দিয়েছে ফোর্বস ইন্ডিয়া।

তালিকা অনুযায়ী, আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ হলো ভ্যাটিকান সিটি, মোনাকো, নাউরু, টুভালু, সান মারিনো, লিচেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মালদ্বীপ ও মাল্টা।

১. ভ্যাটিকান সিটি

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। আয়তন শূন্য দশমিক ৪৪ বর্গকিলোমিটার।

২. মোনাকো

মোনাকোর আয়তন ১ দশমিক ৯৫ বর্গকিলোমিটার।

৩. নাউরু

নাউরুর আয়তন ২১ বর্গকিলোমিটার।

৪. টুভালু

টুভালুর আয়তন ২৬ বর্গকিলোমিটার।

৫. সান মারিনো

সান মারিনোর আয়তন ৬১ বর্গকিলোমিটার।

আরও পড়ুন

৬. লিচেনস্টাইন

লিচেনস্টাইনের আয়তন ১৬০ বর্গকিলোমিটার।

৭. মার্শাল দ্বীপপুঞ্জ

মার্শাল দ্বীপপুঞ্জের আয়তন ১৮১ বর্গকিলোমিটার।

৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের আয়তন ২৬১ বর্গকিলোমিটার।

৯. মালদ্বীপ

মালদ্বীপের আয়তন ২৯৮ বর্গকিলোমিটার।

১০. মাল্টা

মাল্টার আয়তন ৩১৬ বর্গকিলোমিটার।

আরও পড়ুন