ইতিহাসের এই দিনে: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১০ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান অধিবেশনকক্ষফাইল ছবি: রয়টার্স

১৯৪৬ সালের ১০ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে। ওই অধিবেশনে বিশ্ব সংস্থাটির ৫১টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন

প্রকাশিত হয় টিনটিন

জনপ্রিয় কার্টুন চরিত্র টিনটিন। এর স্রষ্টা বেলজিয়ামের কার্টুনিস্ট এরজি। ১৯২৯ সালের ১০ জানুয়ারি প্রথম প্রকাশিত হয় টিনটিন। এরপর বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে কার্টুন চরিত্রটি।

আরও পড়ুন

প্রথম পাতালরেল চালু

বিশ্বের প্রথম পাতালরেল চালু হয় যুক্তরাজ্যের লন্ডনে
ফাইল ছবি: রয়টার্স

বিশ্বের প্রথম পাতালরেলে চড়েন যুক্তরাজ্যের লন্ডনের বাসিন্দারা। ১৮৬৩ সালের ১০ জানুয়ারি এ শহরে চালু হয় বিশ্বের প্রথম পাতালরেল। প্রথম দিন ওই রেলপথে বাষ্পীয় ইঞ্জিনচালিত ট্রেনে চেপে প্রায় ৩০ হাজার মানুষ ভ্রমণ করেন।

আরও পড়ুন

বাজারে আসে ইলেকট্রিক গাড়ি

ব্রিটিশ উদ্ভাবক ক্লাইভ সিনক্লেয়ার ইলেকট্রিক গাড়ি উদ্ভাবন করেন। ১৯৮৫ সালের ১০ জানুয়ারি প্রথমবারের মতো ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি বাজারে আনেন তিনি। এই মডেলের নাম ছিল সিনক্লেয়ার সি৫। যদিও এই গাড়ি অনিরাপদ বলে সমালোচিত হয়েছিল।

আরও পড়ুন
আরও পড়ুন