ইতিহাসের এই দিনে: প্রতিষ্ঠা পায় রেডক্রস

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৭ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

উড়োজাহাজে উঠছেন রেডক্রসের কয়েকজন কর্মীফাইল ছবি: রয়টার্স

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস, সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত। যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি। ১৮৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় রেডক্রস প্রতিষ্ঠা করেন দেশটির কয়েকজন নাগরিক। পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। মানবিক কাজের জন্য ব্যাপক সমাদৃত হয়।

আরও পড়ুন

স্বাধীন হয় কসোভো

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে কসোভো। বহু বছরের সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার দেখা পায় কসোভোর অধিবাসীরা।

আরও পড়ুন

পর্যায় সারণি প্রকাশ

পর্যায় সারণি—মৌলসমূহের পর্যায় সারণি নামেও পরিচিত, যেখানে রাসায়নিক মৌলগুলোকে সারি (পর্যায়) ও স্তম্ভ (গ্রুপ) আকারে সাজানো হয়েছে। ১৮৬৯ সালের আজকের দিনে প্রথমবারের মতো পর্যায় সারণি বানান রুশ রসায়নবিদ দিমিত্রি মেনদেলেভ।

বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান
ফাইল ছবি: এএফপি

মাইকেল জর্ডানের জন্মদিন আজ

মার্কিন বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান। বাস্কেটবলে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয় তাঁকে। আজ তাঁর জন্মদিন। ১৯৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি মাইকেল জর্ডানের জন্ম।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন